আজি গোধূলি লগনে, এই বাদল গগনে
তাঁর চরন ধ্বনি আমি হৃদয়ে গনি
সে আসিবে আমার মন বলে
সারাবেলা অকারন পুলকে আঁখি ভাসে জ্বলে
আজি গোধূলি লগনে
অধীর পবনে তাঁর উত্তরীয়
দুরের পরশ দিল কি ও
অধীর পবনে তাঁর উত্তরীয়
দুরের পরশ লাগিল কি ও
রজনীগন্ধার পরিমলে
সে আসিবে আমার মন বলে
উতলা হয়েছে মালতীর লতা
ফুরালো না তাহার মনের কথা
উতলা হয়েছে মালতীর লতা
ফুরালো না তাহার মনের কথা
বনে বনে আজি ,একি কানাকানি
কিসের বারতা
ওরা পেয়েছে না জানি
বনে বনে আজি একি কানাকানি
কিসের বারতা
ওরা পেয়েছে না জানি
Aji Godhuli logone - Subhomita