কোন্ খেলা যে খেলব কখন্ ভাবি বসে সেই কথাটাই–
তোমার আপন খেলার সাথি করো, তা হলে আর ভাবনা তো নাই ॥ শিশির-ভেজা সকালবেলা আজ কি তোমার ছুটির খেলা– বর্ষণহীন মেঘের মেলা তার সনে মোর মনকে ভাসাই ॥ তোমার নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী– ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি। সে দিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে– অকাতরে পরানটাকে প্রলয়দোলায় দোলাতে চাই ॥ |
রাগ: খাম্বাজ-বাউল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ৫ ভাদ্র, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ অগাস্ট, ১৯২২ রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: সুভাষ চৌধুরী, অনাদিকুমার দস্তিদার, শান্তিদেব ঘোষ |
Kon khela je khelbo - Supratik Das