হাসি কেন নাই ও নয়নে

হাসি কেন নাই ও নয়নে!         ভ্রমিতেছ মলিন-আননে।

দেখো, সখী, আঁখি তুলি         ফুলগুলি ফুটেছে কাননে॥

তোমারে মলিন দেখি    ফুলেরা কাঁদিছে সখী

শুধাইছে বনলতা         কত কথা        আকুল বচনে॥

এসো সখী, এসো হেথা,          একটি কহো গো কথা–

বলো, সখী, কার লাগি পাইয়াছ মনোব্যথা।

বলো, সখী, মন তোর  আছে ভোর      কাহার স্বপনে॥

 

রাগ: মিশ্র কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

      hasi-kano-naye-o-naone - Swagatalakshmi Dasgupta