“বাজল তোমার আলোর বেনু ,মাতল রে ভুবন
আজ প্রভাতে , সে সুর শুনে, খুলে দিনু মন
বাজল, বাজল, বাজল তোমার আলোর বেনু ।।
ওন্তরে যা লুকিয়ে রাজে
অরুন বীণায় সে সুর বাজে
এই আনন্দ যজ্ঞে সবার- মধুর আমন্ত্রণ
আজ সমীর্ন, আলোয় পাগল নবীন সুরের বীণায়
আজ শরতের, আকাশ বীণায়, গানের মালা বিলায়
বিনা তোমায় হারা , জীবন মম, তোমারি আলোয় নিরুপম
ভোরের পাখী ওঠে গাহি
তোমারি বন্দন।।”
Bajlo tomar Aalor benu