মাঝে মাঝে তোমার সেই প্রিয় কবিকে ভীষন ঈর্ষা করতে ইচ্ছে করে আমার ।
আমার প্রিয় কবি ,কার কথা বলছো তুমি ?
তোমার প্রথম চিঠির শিরোনামায় টাঙ্গিয়ে দিয়েছিলে যার কোটেশান ।
সেই কবেকার কথা, খোঁটা দিয়ে খুব সুখ পাচ্ছ বুঝি ?
কাকের পিঠে ময়ুর পিচ্ছের মতো একাডেমী তাঁর গলায় মালা পড়িয়ে দিলো যেদিন
তারপর থকেই বিসর্জনের বাজনা ,
বিশ্বাস করো গা ঘুলিয়ে উঠে এখন ।
ক্রমশ স্থম্বের মতো লম্বা হয়ে চলেছেন তিনি
আর কি ঝকঝকে তকতকে নিরুপদ্রুপ উনার ভাবনার আকাশ
কতো নিঃসংকোচ অথচ দার্শনিক ভঙ্গিতে গত সাত বছর ধরে
তিনি কমা এবং ফুল ষ্টপ সহ ঐ একই ভাষন দিয়ে চলেছেন
বঙ্গোপসাগরে ,ব্রহ্মপুত্রে এবং পুজা প্যান্ডেলে ।
আমার কতো বার ইচ্ছে করেছে চুরি কাটারি করাত
যা হোক একটা কিছুতে তাঁর বুকটাকে ছিঁড়ে
হৃৎপিণ্ডের ভিতর থেকে চুরি করে নেই
ঐ অক্ষয় ফর্মুলা ।
যা মুঠোয় পেলে হয়তো ভুলে যেতে পারবো
প্রতি মুহুত্তের আগুনের চ্যাকা ।