এঞ্জেলা

অনুবাদ:চয়ন খায়রুল হাবিব
আজকে শুয়েছিলাম এক খাটি তরুনির পাশে
সাদা সাগরের তিরে জ্বলন্ত তারাদের ঠিক মাঝখানে
সব ঘটছিল খুব আস্তে আস্তে

টানা সবুজ চাহনিতে
ঝলসানো আলোতে শুকনো পানির দাগ
টলটলে গভির গোল্লাছুটের তিব্র আর তাজা আবেগ

বুকের বোটায় দুটি দুমুখি মশাল
জ্বলছে খাড়া দুই দুটি অঞ্চলেঃ
জ্বলতে জ্বলতে গলেছিল নদিপথে
পরিস্কার পায়ের পাতায়

মৌসুমি বাতাসে সবে ফলন ধরেছে
শরিরের এক মাথা থেকে আরেক মাথা
নিজেকে ভরে তুলেছে গাছপাকা ফলে
গোপন অনলে ।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
পাবলো নেরুদা- র আরো পোষ্ট দেখুন