ম্যাজিক

ছেলেবেলায় পাড়ার ছোটরা মিলে,
রোয়াকে বসে একরাশ বেলুন নিয়ে ফোলাবার চেষ্টা করতাম
আচ্ছা আপনারাই বলুন বেলুন, ফোলানো কি সহজ কাজ ?
কোনোটা আবার এমন নরম,
যে ফুলাতে না ফুলাতে ফটাস করে যেত ফেটে
আবার কোনোটা এমন শক্ত,
যে ফু দিতে দিতে চোয়াল হয়ে যেত ব্যথা।
তাই একদিন সবাই মিলে ঠিক করলাম পাড়ার এক দাদাকে ধরে বলব ,
সেই দাদাকে পেয়ে ,সবাই মিলে বললাম –
“দাদা একটা বেলুন ফুলিয়ে দেবেন”?
বিজ্ঞের হাসি চেপে পিট চাপড়ে সেই দাদা বললেন –
“দূর বোকা এ এমন কি শক্ত কাজ ? দে ফুলিয়ে দিচ্ছি।”
আশ্চর্য্য কি অবলীলা ক্রমে অমন শক্ত বেলুনটাকে শুধু মাত্র ফু দিয়ে ফুলিয়ে ডাউস করে দিলেন।
তারপরে বিনা সুতোয় গিট বেঁধে ছেড়ে দিতেই, বেলুনটা হুস করে গেল আকাশে উড়ে।
আমরা অবাক হয়ে তাকিয়ে রইলুম।
আমরা,আমরা তখন বুঝিনি ,
এখন বুঝতে পারি লোকটা রাজনীতি করে।

কবিতাটি শুনুন এখানে

      ম্যাজিক - Kamrul Hasan Monju And Jesmin Jobbar

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
পি সি সরকার- র আরো পোষ্ট দেখুন

One thought on “ম্যাজিক”

Comments are closed.