জীবনানন্দের সাথে

আমি বিরহের কবিতা লিখতে চাইনি।

লিখতে চেয়েছিলাম একটি গান।

আমি ভাঙনের সূরে গলা সাধতে চাইনি,

চেয়েছিলাম এক মুঠো প্রান।

আমার দাম! গান থেকে কবিতায় খুজে ফেরা-

আলোর সন্ধান ।

যেমন সন্ধ্যার চাঁদ চিকমিক করে ঘাসের চোখে

আর নক্ষত্রকে জানান দেয় তার অস্তিত্ব।

তেমনি কালো রাতের মহাকাশে

অজস্র নক্ষত্রবিথীর মাঝে-

দেখা করতে চেয়েছিলাম জীবনানন্দের সাথে।

হাটতে চেয়েছিলাম একবার সেই ট্রামের লাইনে

জানতে চেয়েছিলাম-

পৃথিবীর সব প্রেম কি করে ঘাষ হয়ে আসে ?

কি করে সব থেকে যায় আমাদের দুজনার মনে ?

প্রতিদিন কি করে রঙ বদলায় ধুলোমাখা রাজপথ ?

আর তার মাঝে একটি ঘাসফড়িং; হঠাৎ-

কি করে স্থির হয়ে যায় আমাদের দৃষ্টিতে ?

পৃথিবীর সব প্রেমিক প্রেমিকার মনের কাশবনে!

 

১লা বৈশাখ ১৪১৯, ঢাকা

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
অজান্তিক- র আরো পোষ্ট দেখুন