হেমন্তে সোনালি ডিম ভাসমান দ্বীপ-সোনাদিয়া
পুবে চন্দ্র, পশ্চিমে ডুবন্ত সূর্য, দরিয়া-দুনিয়া
হাজার পাখির ডানা আকাশকে করে না আড়াল
উদোম সাঁতারপটু মাছেদেরও নেই আবডাল
বালিগুলি উড়ে উড়ে ঢিবি-স্তন, ঢালু উপত্যকা
তরঙ্গ সুড়ঙ্গমুখী, পর্দাহীনা, লাল কাঁকড়ার সখা
ঝাউডানা সাঁতরায় দিনে-রাতে রোদে, জোছনায়
প্রজাপতিবন জুড়ে মানুষ ও মানুষীর ছায়ারা শুকায়
হেমন্তে দরিয়া হাসে, দূরে-কাছে ভাসে আদিনাথ
অনাতিশীতোষ্ণ তার সুখদুখ, রূপচান্দা, ফেনিল করাত
মানুষ, তুমি কি যাবে পূর্ণিমায় মানুষীর খুব কাছাকাছি?
এসো, ঘাসফড়িঙের বুকে যুগলাঙ্গ ছায়া হয়ে বাঁচি।