ফিরে যেতে চাই আমি পল্লী মায়ের কোলে,
সেথায় আমার বেড়ে ওঠার স্বপ্ন গুলো দোলে।
ঘুম ভাঙে পাখির ডাকে কাক ডাকা ভোরে,
রাতের আঁধার যায় লুকিয়ে রবির বাহুডােরে।
শিশির ভেজা ঘাসের ডগায় সোনা বরণ আভা,
নয়ন জুড়ায় দৃশ্যপটে দেখে রুপের শোভা।
সবুজ বনের ছায়া সেথায় সিক্ত করে মন,
রাখাল সেথায় বাজায় বাঁশি সুরের বৃন্দাবন।
কৈশরময় দিনগুলি মোর স্বর্গ থেকে ও বেশ,
সারাদিনের দুরন্তপনায় কাটতোনা এর রেশ।
সকাল থেকে সাঁঝের মাঝে উদাম দুপুর বেলা,
হই হুল্লোড় মাতামাতি হরেক পদের খেলা।
বর্ষা এলে বাঁধ ছিড়ে যেতাম ছুটে বিলে,
উদ্মাদনায় সবাই নাচে এক সাথে মিলে।
বছর জুড়ে পার্বনগুলোর জুড়ি মেলা ভার,
অভাব বুঝে আজকে মন করে হাহাকার।
অতীত মাঝে আছে সুখ ভালবাসা পাই,
স্বপ্ন সেথায় বাসা বাঁধে সেথা ফিরে যেতে চাই।
১৫-০১-২০১৬