আম উঠেছে জাম উঠেছে কাঁঠাল পাকা পাকা
কিন্তু কিছুই কেনা যাচ্ছে না পকেটে নেই টাকা।
কোথায় পাবো টাকা কোথায় গেছে টাকা
বাবা দিলেন ধমক, পকেট আমার ফাঁকা।
মায়ের কথা কি আর বলবো, টাকার কথা শুনে
জ্বলে উঠলেন তেল বেগুনে, চুরি করবো নাকি।
অজ্ঞত্য তার কাকা ছিলেন বাকি
খোকন গেল কাকার কাছে ছুটি
বায়না শুনে কাকা বললেন
বটে এই বয়সেই চিনে গেছিস বাহ্
খোকন বললো না তুমি দিলেই চিনবো।
দাও না কাকা একটা জিনিস কিনবো।
কাকা তখন পকেট থেকে একটি টাকা এনে
হেসে বললেন নে নে
খোকন দেখলো টাকা কোথায় রঙিন কাজ
তার উপরে রঙিন ছবি আঁকা
তবে কিনা কাগজটা বেশ কড়কড়ে আর শক্ত
তাই কি সবাই এই কাগজের ভক্ত
ছোট্ট খোকন ভেবে পায় না
কেমন করে কাগজ হলো টাকা।
সে বলল কাকা, টাকা মানে কি কাগজে হরিণ আঁকা।
কাকা দেখলেন ভারি বিপদ নাছুড় বান্দা ছেলে
হেসে বললেন এমন উদ্ভট প্রশ্ন কোথায় পেলে
কোথায় আবার মাথায়, আচ্ছা কাকা
আমি যদি অনেক গুলো হরিণ আঁকি খাতায়
অনেক টাকা হবে?
যেন গলায় ব্যাঙ ডুকেছে
এমনি ভাবে কেশে কাকা ভাবলেন
ছেলেটাকি পাগল হবে শেষে
নিয়ম আছে নম্বর আছে আছে জলের ছাপ।
না না এসব চিন্তা করাও পাপ।
হেসে বললেন হাত ডুকিয়ে ইস্ত্রি করা প্যান্টে
আমরা আঁকলে হবে না হে
কাগজ গুলি টাকা হবে আঁকলে গভর্ম্যান্টে।