পুনশ্চ সোনার তরী

আকাশ আড়াল করা মেঘ,

আষাঢ়ের জলভারে নত।

সদ্য ফোঁটা পদ্ম সরোভর-,

নদী-নালা,খাল-বিল

যতদূর চোখ যায়,

একাকার সমুদ্রের মতো ।

সুমিষ্টসুবর্ণফলে পূর্ণ জন্মভুমি;

এ এক মধুর ঋতু!

নামটাও ভারী সুন্দর,বর্ষা।

আম-জাম-কাঁঠালের পর্সা।

জন্মসুত্রে এ ঋতু আমার।

ভরা নদী ক্ষুরধারা,খরপরশা।