দ্রোহ ও দহন

অন্ধকার মৃত্যুসম এক জগদ্দল পাথর
আজ চেপে বসেছে বাংলাদেশের বুকে
ভাঙছে পাঁজর,
বিবেকবর্জিত দূর্নীতিবাজ
লোভী শকুনের দল

ঠুকরে খাচ্ছে সোনার স্বদেশ ।

মা গো,
আর কত গুনবো প্রহর?
দ্রোহে ও দহনে
পুঞ্জীভূত ঘৃণা ও ক্রোধের আগুনে
প্রজ্জলিত কর মাটি ও মানুষ ।

রুখে দাঁড়াও শাশ্বত বাঙালি ।

********************
 – নিলয়
 ২৪ এপ্রিল ২০১৩

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন