গোলাপ ফুটেছে টবে (কবি – নিলয়)

গোলাপ ফুটেছে টবে
লাল,
তুলে নিলে আলগোছে
শিশিরের দাগ মুছে,
কাল
ভালবেসে সৌরভে ।

গোলাপ ফুটেছে টবে
সবুজ,
জীবনের স্পন্দন
তুমি দিলে বন্ধন,
অবুঝ
চুম্বন দিলে যবে ।

গোলাপ ফুটেছে টবে
কালো,
বিষাদের নীল ছায়া
কেন দিলে বলো প্রিয়া,
ভালো
যদি বেসেছিলে তবে !

                                           – নিলয়
                                             যশোর, ২২ জুন ১৯৮৭

———————–

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন