অনন্ত যাত্রা (কবি – নিলয়)

Image may contain: one or more people, ocean, sky, twilight, outdoor, water and nature

 

যাবো বলেই আসা
এই তো ছিল কথা –
নয় কি ?
তাহলে একেলা
যেতে এই বেলা –
ভয় কি ?

পথ নেই চেনা,
তোমার ঠিকানা
আছে জানা,
জানি দেখা হবে,
কোথায় কিভাবে
– অজানা !

যদি বলো কি
এনেছো দেখি,
হায় রে –
রিক্ত দু হাত
দেবার যে কিছু
নাই রে!

খুঁজেছি তোমারে
আর কিছু পরে
চাই নি,
ভাবিনি কখনো
কি পেলাম, কেন
পাই নি ।

আছে ভালোবাসা
বুক ভরা আশা
এই তো,
আমি যে ভিখারী
বিশ্বাস ছাড়া কিছু
নেই তো !

অনন্ত এ যাত্রায়
অন্য কোনো মাত্রায়
হয় তো
হবে অভিষেক !
– দু’য়ে মিলে এক
নয় তো ?

– নিলয়
ঢাকা, ১৭ আগস্ট ২০১২

—————

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন

৮ টি মন্তব্য

Comments are closed.