যাবো বলেই আসা
এই তো ছিল কথা –
নয় কি ?
তাহলে একেলা
যেতে এই বেলা –
ভয় কি ?
পথ নেই চেনা,
তোমার ঠিকানা
আছে জানা,
জানি দেখা হবে,
কোথায় কিভাবে
– অজানা !
যদি বলো কি
এনেছো দেখি,
হায় রে –
রিক্ত দু হাত
দেবার যে কিছু
নাই রে!
খুঁজেছি তোমারে
আর কিছু পরে
চাই নি,
ভাবিনি কখনো
কি পেলাম, কেন
পাই নি ।
আছে ভালোবাসা
বুক ভরা আশা
এই তো,
আমি যে ভিখারী
বিশ্বাস ছাড়া কিছু
নেই তো !
অনন্ত এ যাত্রায়
অন্য কোনো মাত্রায়
হয় তো
হবে অভিষেক !
– দু’য়ে মিলে এক
নয় তো ?
– নিলয়
ঢাকা, ১৭ আগস্ট ২০১২
—————
Bhishon shundor ekta kobita! Ei kobir aro lekha dekhte chai..
আমার কবিতার প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে বিশেষ ধন্যবাদ ।
কবিতাটি খুব ভাল লাগলো । ছন্দ অসাধারন ! নিলয় এর আরও কবিতা পড়তে চাই ।
বৃন্ত আর বোঁটায় শব্দের খেলা, এ কবিতা যেন এক ভাবুক প্রজাপতি…!
নিলয়, আরো লিখুন।
অনেক ধন্যবাদ । আপনার অনুপ্রেরণা আমাকে উৎসাহিত করবে; নিশ্চয়ই লিখবো ।
আপনার ভালো লেগেছে জেনে উৎসাহিত বোধ করছি । ইনশাল্লাহ আরও লিখা আসছে ।
বৃন্ত আর বোঁটায় শব্দের খেলা, যেন প্রজাপতি র উড়ে চলা…..।।
–নিলয়ের পরবর্তী কবিতার অপেক্ষায়।
অনেক ধন্যবাদ ।