না কোরো না,
রেখো না বেঁধে
হাত দু’টি মোর,
করে দিও ক্ষমা
যদি এ খেলা
যায় কভু থেমে ।।
বিদায় বেলা
সিক্ত নয়নে
এঁকে নেবো শুধু
তব মুখখানি
হৃদয়ের ফ্রেমে ।।
যদি এ খেলা
যায় কভু থেমে ।।
শেষ হলে খেলা
জীবনের ভেলা
ভিড়বে যখন সেই
অচিনপুর ঘাটে,
চিনিবো কি তারে
তরী হতে নেমে?
যদি এ খেলা
যায় কভু থেমে ।।
হিসেবের খাতা
শূন্যও যদি হয়
নেই কোনো ভয় –
আর কিছু নয়,
শুধু এ হৃদয়
যদি পূর্ন রয়
তোমার প্রেমে ।।
যদি এ খেলা
যায় কভু থেমে ।।
—————————-+
-নিলয়
১২/১২/২০১৬
মিতা আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। জিন্তু আনাড়ি হাতে সম্পাদনা করতে যেয়ে আপনার মূল্যবান মন্তব্য অজান্তে মুছে গেছে! সত্যি দুঃখিত।
অনুরোধ রইলো এডমিন থেকে পূণঃসংযোজনের। জন্য
শেষ হলে খেলা ,থামবে এই পথ চলা ।
আমার খেলার বেলাশেষে
তোমার খেলার শুরু-
ধরিত্রী রয় না কভু থেমে…..!