কী করে মিটাই বল্
এ পরানের ক্ষুধা
যদি না পান করি তোর
পিরিতের সুধা ।
বন্ধু তোর পিরিতের আশায়
ছাড়িলাম ঘর,
ছাড়িলাম ভবের নেশা,
আপন হইলো পর ।
তুই যে আমার চোেখের মনি
নয়নের আলো,
আন্ধার রাইতের বাত্তি রে তুই
বাসিয়াছি ভালো ।।
তোরে ছাড়া জনম বৃথা
জীবন অমানিশা,
খুঁজে মরি যে পথ আমি
দে রে পথের দিশা ।।।
———————————-
নিলয় ১২/১২/১৬
অনেক দিন পর আপনার লিখা ,ভাল লাগল ।
মিতা, আপনাকে অনেক ধন্যবাদ।
জ্বি, অনেক দিন পর…
আসলে ব্যস্ত জীবনে ইচ্ছে আর বাস্তবের টানাপোড়নে সময় সোনার হরিন। তারপরও কখনো যদিও বা কিছুটা সময় মেলে, তো কাগজ-কলমের মিলন হওয়ার আগেই ভাবের বুদবুদ মিলিয়ে যায়।!
তারপরও লিখি, চেষ্টা করি লিখতে – মনের টানে, প্রানের তাগিদে ।