যেতে চাইলে যাও।।
কী করে ধরে রাখি তোমায় বিনি সুতোর বাঁধনে?
সীমানার ওপার অমোঘ নির্দেশে নির্বাণ
কী করে থামাবে বলো অবশ্যম্ভাবী প্রস্থান?
নশ্বর পৃথিবীর চিহ্ন
তুড়ি মেরে নিশ্চিন্হ
যদি করে দিতে চায় ঈশ্বর,
কী করে ঠেকাবে বলো? মনস্তাপ
পুড়াবে অহর্নিশি বিবর্ণ অালোর ছাপ
কালো নিয়তির অতল গহ্বর ।
– নিলয়
১৬/১০/১৬