যে নদী পাহাড়ের বুকে বরফ হয়ে জমে থাকে,
সে জানে না সমুদ্রের কী রূপ,
যতদিন না পাহাড় তাকে
ঝরণাধারায় ঝরিয়ে নদীর মত বইয়ে দেয়।
অথচ সমুদ্র অবগাহনে সেই নদীই
ভুলে যায় পাহাড়ের ঠিকানা!
নদীর এ শঠতা সহ্য করতে পারে না সূর্য !
তাই সে নদীকে মেঘের ভেলায় ভাসিয়ে
আবার বৃষ্টি রূপে পাহাড়ের বুকে ফিরিয়ে দেয়!
————————————————-
– নিলয় ♥♥
১৬ মে ২০১৮, ঢাকা
ওয়েবপেজঃ [email protected]
ছবিঃ সংগৃহীত।