গানঃ
বৃষ্টি ভিজে
———————–♥
বৃষ্টি ভিজে কেন
তোমায় মনে পড়ে,
তোমার মিষ্টি ছোঁয়ায়
ভাসাও সঙ্গোপনে
দুঃখ-সুখের ঝড়ে?
বৃষ্টি ভিজে কেন
তোমায় মনে পড়ে ।।
বৃষ্টি ভিজে মন
চুপি চুপি একা,
না জানে মেঘ
না জানে আকাশ
ইচ্ছে তোমায় দেখা !
বৃষ্টি ভিজে কেন
তোমায় মনে পড়ে ।।
বৃষ্টি জলে ভিজে
বাহিরে ভিতরে,
স্মৃতির প্রদীপ জ্বেলে
ইচ্ছেগুলো জ্বলে
অন্তরে অন্তরে ।
বৃষ্টি ভিজে কেন
তোমায় মনে পড়ে ।।
বৃষ্টি ফোঁটা ফোঁটা
পড়ে আমার পরে,
যেন তোমার ছোঁয়ায়
অঝোর ঝর্ণা ধারায়
গোপন পাঁপড়ি ঝরে !
বৃষ্টি ভিজে কেন?
বৃষ্টি ভিজে কেন
তোমায় মনে পড়ে,
তোমার মিষ্টি ছোঁয়ায়
ভাসাও সঙ্গোপনে
দুঃখ-সুখের ঝড়ে?
বৃষ্টি ভিজে কেন?
বৃষ্টি তুমি যেন…
বৃষ্টি তুমি ভেজাও
বৃষ্টি তুমি ভাসাও
সঙ্গোপনে…ও-ও-ও
হুম্…………… বৃষ্টি !
তুমি বৃষ্টি,
বৃষ্টি তুমি,
বৃষ্টি তুমি…
কেন !
—————————
– নিলয় ♥
২১ অক্টোবর ২০১৭, ঢাকা ।
ওয়েবপেজ: [email protected]
চিত্রগ্রাহক: নিলয়
মডেল : Sumon Huq