যাদুঘর
——————————————–♥
বিত্ত নেই চাকচিক্য নেই,
নেই তেমন জৌলুস,
তবে আছে ঐতিহ্য,
ঐতিহ্যের ঐশ্বর্য –
সমৃদ্ধ ইতিহাসের স্বাক্ষী হয়ে
আপন বৈভবে ভাস্বর ।
রাজা নেই আছে রাজপ্রাসাদ,
সৈন্য নেই সামন্ত নেই
হাতি ঘোড়া কিচ্ছু নেই,
আছে শুধু ক্ষয়িষ্ণু পাথর
ঘর্মাক্ত শ্রমিকের কষ্ট
বঞ্চিতের চাপা কান্না
বুকে চেপে দাঁড়িয়ে অটল
সুবিশাল অট্টালিকা –
আজ তার নাম ‘যাদুঘর’ !
কী যাদু তাহার ভিতর ?
দর্শনার্থীর নিরব জনস্রোত
অবাক বিস্ময়ে দেখে তাবৎ সম্পদ –
রাজসিংহাসন, তরবারীর ছটা,
রাজমুকুট, মনি-মানিক্যের ঝটা
পোশাক-আশাক, তৈজসপত্র
এমনকি কালি-কলম-গল্প –
জীবন্ত ইতিহাস যেন
অল্প অল্প করে পুনরোজ্জীবিত হয়
কল্পনার পাখা মেলে …
চুপ !
কান পেতে শোন ঐ
নুপুরের নিক্কন তবলার তাথৈ
মর্মর পাথরের নিথর দেয়ালে
নিঃশব্দে প্রতিধ্বনিত হয়
বোবা কান্নার অশ্রুপাত !
বাইরের বিস্তীর্ণ বাগানে
সযত্নে লালিত বাহারি ফুল
আর আঙুরলতার ঝোপে
শীতের হিমেল হাওয়া ফিসফিস করে
হেরেমের হারাম গুঞ্জন
আর প্রাসাদ ষড়যন্ত্রের প্রহেলিকা,
প্রলম্বিত দেবদারুর ছায়ার মত
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
জন থেকে জনান্তে
কথা থেকে রূপকথা।
রক্ত-মাংস-ঘাস
আজ সব ইতিহাস !
———————————-*
– নিলয় ♥
১০ নভেম্বর ২০১৭, বার্লিন ।
ওয়েবপেজ: [email protected]
চিত্রগ্রাহক : নিলয়