সত্যধাম

FB_IMG_1525370714843

সত্যধাম
—————–♥
চলছি পথে
ঘুরছে ঘড়ি
টিক টিক,
সঙ্গে তুমি
আছো জানি
ঠিক ঠিক।

একা – তবে
নিঃসঙ্গ নই,
সঙ্গে আছো তুমি,
তোমার সাথে
চলছি পথে,
তুমি অন্তর্যামী ।

পথটি সোজা
নেই তো খোঁজার
প্রয়োজন,
হাতটি ধরে
তুমি আছো
আপন জন ।

উঁচু নীচু
আঁকা বাঁকা
হোক না ডান বাম,
ভয় নেই
দেখো পৌঁছে যাবো
সোজা সত্যধাম।।
—————————
– নিলয় ♥
২৪ ডিসেম্বর ২০১৭, ঢাকা
ওয়েবপেজ: [email protected]
ছবি : সংগৃহীত

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন