পৌষের ধুসর ছায়ায়
*********************♥
পৌষের শীতল সকালে
ঘন কুয়াশার ধূসর চাদর ফুঁড়ে
হঠাৎ দৃষ্টিগোচর হয়
তাঁর ঝাপসা ছায়া,
করোটিতে জয়টীকার মত আঁকা
অতল গহ্বর,
যেন অন্তহীন অাকাশ!
এ আকাশের জানালা খুলে
একদিন সে স্বদেশ দেখেছে।
স্বপ্নের স্বদেশ –
মায়ের আঁচলের মতো সবুজ স্বদেশ,
বাবার ঘামে ভেজা রোদে পোড়া মুখে
সোনালি ধানের হাসি মাখা স্বদেশ,
ভাইয়ের দুরন্ত খেলার মাঠের মতো
উদার স্বদেশ,
বোনের এলো চুলে খোলা বাতাসের মত
স্বাধীন স্বদেশ!
স্বপ্নের সিঁড়ি ভেঙে নির্ভিক পায়ে
স্বপ্নচারী হেঁটে গেছে আপন আকাশে,
স্বপ্নের বীজ বুনেছে সাড়ে সাত কোটি তারার বুকে,
ধূমকেতুর বুকে জ্বেলেছে দেশপ্রেমের অনির্বান শিখা।
অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে
কালপুরুষের তলোয়ার হাতে
জেগেছে সে অতন্দ্র প্রহরী
ন্যায়, সত্য ও সুুন্দরের অন্বেষণে।
বিজাতীয় রাহুগ্রাসের ক্রান্তিকালে
লক্ষ তারার মিছিলে মিছিলে
জ্বেলেছে মাতৃভূমির মশাল,
অপরাজেয় আক্রোশে ভেঙেছে কুচক্রীর দাঁত,
বিধ্বংশী ক্রোধে রুখেছে শত্রুর আঘাত,
কালো রাতের আঁধার তাড়িয়ে
এনেছে অরুণোদয়ের মহাপ্রভাত।
করোটিতে রক্তগোলাপের জয়টীকা আঁকা
সেই কালপুরুষ ধ্রুবতারাকে সাথে নিয়ে এখনো নিঃশব্দে তাকিয়ে থাকে
এক টুকরো সবুজ জমিনের উঠোনে,
হয়তো কোন এক পৌষের ভোরে
কুয়াশার চাদর ঠেলে একটি গোলাপ হাতে
ভাই তার দুঃখিনি মায়ের সাথে
কিংবা বোনটি বুড়ো বাবার হাত ধরে
একবার এসে দাঁড়াবে এ অন্তহীন আকাশের নীচে,
যে আকাশের জানালা খুলে
সবাইকে একদিন সে উপহার দিয়েছিলো
– স্বাধীন স্বদেশ!
আজ মাটি আছে, মানুষ আছে,
আছে পৌষের ধুসর ছায়ায়
এক স্বপ্নচারীর মৃত্যুঞ্জয় কায়া –
করোটিতে জয়টিকা নিয়ে
এখনো প্রতীক্ষায় !
*****************************
– নিলয় ♥
২৪ জানুয়ারি ২০১৮, ঢাকা
ওয়েবপেজঃ [email protected]
ছবি: সংগৃহীত।