*********************♥
ঘুম ঘুম রাত
নির্ঘুম চাঁদ
নিঃসঙ্গ জেগে রয়,
স্বপ্নেরা যদি
শুধু একবার
এ জীবনে তবু সত্যি হয়-
আজো জাগে মনে সাধ!
ঘুম ঘুম রাত…।
যে স্বপন শুধু
তুমি আমি মিলে
যুগল নয়নে দেখেছি,
তারাভরা নীল
জোছনার জলে
ভিজে ভিজে রাত জেগেছি-
চোখে চোখ রেখে হাতে হাত।
ঘুম ঘুম রাত…।
আমি ভোরের আলো
দেখবো বলে
কোজাগর জেগে রই,
এমন মধুর পূর্ণিমারাতে
ওগো বধু আজ
তুমি কই?
তুমি নেই তাই আলোহীন চাঁদ!
ঘুম ঘুম রাত…।
ঘুম ঘুম রাত
নির্ঘুম চাঁদ
নিঃসঙ্গ জেগে রয়,
স্বপ্নেরা যদি
শুধু একবার
এ জীবনে কভু সত্যি হয় –
আজো জাগে মনে সাধ!
ঘুম ঘুম রাত… ।
******************
-নিলয় ♥
৮ ফেব্রুয়ারী ২০১৮, ঢাকা।
ওয়েবপেজ: [email protected]
ছবি: সংগৃহীত