বরবটির দানার মত
—————————-
তুমি ভালো না বাসলে
কী করে জানতাম বলো চুম্বনের চতুর্দশ লীলা,
জিহ্বার জাদুকরী খেলায় নিঃশ্বাসে নিঃশ্বাসে
চুষে নেয়া শুষে নেয়া সুখ সঞ্চারিনী সুধা
সেই সমৃদ্ধ ওষ্ঠদ্বয় থেকে !
(আহ, সেই ওষ্ঠ… !)
কী করে জানতাম বলো
এক জীবনেই বেহেশতের নয়টি দরোজা –
না পেলে সেই স্বার্থক দুপুর তোমার কৃপায় !
হে নারী,
চর্ব্য–চোষ্য–লেহ্য–পেয় সর্ব গুণ-গন্ধময়
সুখের সুযোগ্য আচার তুমি
বরবটির দানার মতোই পরিপুষ্ট !
————————————————–
-নিলয়
১৯৮৬, যশোর