বৃষ্টি পড়ে
আলতো করে,
তোমার দিঘীর
অতল জলে
কাঁপন তোলে !
বৃষ্টি পড়ে…
ঝরবে কখন
অঝোর ধারায়
ভিজবো তখন
আপন হারায় !
বৃষ্টি পড়ে…
সেই কামনায়
চোখের তারায়
হৃদয় নাচে,
দেখছো না যে !
বৃষ্টি পড়ে…
————————
– নিলয়
২১ জুলাই ২০১৭
webpage: [email protected]