না না, কথা বলো না! কান পেতে শুনতে পাবে না, মন দিয়ে শোন! ঐ আকাশের তারায় তারায় সে আছে নীরবে, পাহাড়ের বুকের ভিতর যেমন বয়ে চলে হাজার ঝর্ণা! কেউ জানে না - বাতাস জানে? না না , তাকেও জিজ্ঞেস করো না! সে বলবে অস্তমান সূর্য আর উদীয়মান সন্ধ্যাতারার গল্প, যার গান শুধু আকাশ জানে! আকাশ সব জানে। _______________
- নিলয় ২১ ডিসেম্বর ২০১৬ webpage: [email protected]