প্রতীক্ষা (কবি – নিলয়)

যেন বুনো হাঁস –
শীতের শব্দে খুঁজি
সুখের ঠিকানা,
দাও রোদের ঝলক
বাকি পথ পলকে চেনা ।
কিংবা সপ্তর্ষি হও
রাতের আকাশে,
সঠিক পৌঁছে যাবো
অটল বিশ্বাসে ।

লুকাবে?
অথবা গুটাবে শরীর
শামুকের শাঁসে?
পারবে না,
জীবনের তাবৎ জমিন
চেনা আঁশে আঁশে ।

ব্রহ্মচারী অথবা ফেরারী
যা-ই সাজো হালে,
তাহলে –
বেলা শেষে পুড়বে মনস্তাপে,
ঝকঝকে তলোয়ার
তোলা আছে খাপে!

———————–

– নিলয়
ঢাকা, ২৭ আগস্ট ২০০১

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৪.৫০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন

২ টি মন্তব্য

Comments are closed.