যেন বুনো হাঁস –
শীতের শব্দে খুঁজি
সুখের ঠিকানা,
দাও রোদের ঝলক
বাকি পথ পলকে চেনা ।
কিংবা সপ্তর্ষি হও
রাতের আকাশে,
সঠিক পৌঁছে যাবো
অটল বিশ্বাসে ।
লুকাবে?
অথবা গুটাবে শরীর
শামুকের শাঁসে?
পারবে না,
জীবনের তাবৎ জমিন
চেনা আঁশে আঁশে ।
ব্রহ্মচারী অথবা ফেরারী
যা-ই সাজো হালে,
তাহলে –
বেলা শেষে পুড়বে মনস্তাপে,
ঝকঝকে তলোয়ার
তোলা আছে খাপে!
———————–
– নিলয়
ঢাকা, ২৭ আগস্ট ২০০১
নিলয়, আপনার লেখাগুলো অসম্ভব ভাল লাগে। কিন্তু ইদানীং লিখছেননাযে!!
অনেক ধন্যবাদ।
সত্যি অনেক দিন পর।
চেষ্টা করবো আরো নিয়মিত হতে।