ঋণঃ নো এস্কেপ
একটা ছবি দেখলাম। তাতে এমন এক যন্ত্র দেখালো। ট্রিগার চাপলেই গর্ত জন্মাচ্ছে। এরকম দুটো গর্ত করলে, এক গর্ত দিয়ে ঢুকলে আর এক গর্ত দিয়েই বেরবেন। সে যেখানেই গর্ত করুন। এবার ধরুন গর্ত দুটো দুই মানুষের শরীরে…সেই উত্তর ছবি দেয় নি।
ছবি
যন্ত্র
ট্রিগার
গর্ত
শরীরে
উত্তর
একটা যন্ত্র দেখলাম। তাতে এমন এক ছবি দেখালো। ট্রিগার চাপলেই শরীর জন্মাচ্ছে। এরকম দুটো শরীর করলে, এক শরীর দিয়ে ঢুকলে আর এক শরীর দিয়েই বেরবেন। সে যেখানেই শরীর করুন। এবার ধরুন শরীর দুটো দুই মানুষের গর্তে…সেই উত্তর যন্ত্র দেয় নি।
রেটিং করুনঃ
Loading...
মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়- র আরো পোষ্ট দেখুন