অর্কিড সকাল

সাতসকালে মুখ মুছতে
বারান্দায় গেলাম বলে
দেখলাম তিন-তিনটে ফুল
ফুটেছে এক বোঁটায়
পেলব অর্কিডের ডাঁটায়
আরেকটি ফুটবার আকাঙ্ক্ষায়
বেগনি রং তাদের, যেন আকাশের নীলকে শাসায়।
পাপড়ি কাটা কাটা, আনমনা,
প্রজাপতি যেন মৌ-ধরা।

ফুল, তোমার কাছে
যেতে
মরে মরে গেছি
সারাটি জীবন।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মোহিত উল আলম- র আরো পোষ্ট দেখুন