আমার জন্ম বাংলাদেশে কিন্তু বার্লিন একদিন আমি খুব
পছন্দ করেছিলাম,
বার্লিনই আমার প্রথম দেখা পশ্চিম
প্রথম প্রেমের মতো প্রথম দেখা সব কিছুই সুন্দর,
বার্লিন, তোমাকে আমি ভুলিনি;
আমার এখনো মনে পড়ে তোমার মেয়েদের
শীতকাল
শীতের উদ্ভিদের মতো মসৃণ ঊরু, উষ্ণ ঠোঁট
লাল গণ্ডদেশজুড়ে পাকা আপেলের মাদকতা,
আমি সেসব কিছুই ভুলিনি, তোমার অশ্রু, তোমার ভালোবাসা
তোমার ব্যাকুলতা।
এরপর আরো কত শহর ঘুরেছি আমি, উত্তরের পুবের
রাশিয়ায় বার্চবনের লুকোচুরি কিংবা টেমসের
মাতাল করা জলস্রোত
আমি টেমস থেকে ভাসতে ভাসতে পদ্মা মেঘনা
মিসিসিপিতে গিয়ে উঠেছি;
তারপর দক্ষিণ আমেরিকা থেকে উড়তে উড়তে উত্তর আমেরিকার
এই তুষারভূমিতে আমি কখন যে নেমে পড়েছি।
এই ক্যালগেরি শহর এই দিগন্তজোড়া খোলা আকাশ
বো নদীর এই আঁকাবাঁকা পথ, এই বনাঞ্চল,
এই পাহাড়রাজ্য
কত হাজার বছর ধরে তোমরা আমার এত প্রিয় হয়ে
ছিলে,
তোমাদের জন্য কবে পাগল হয়েছিল আমার মন
আমি হয়তো তার কিছুই জানি না;
তোমার এই শিনুক, তোমার এই সেরেনাদ, তোমার
এই তুষারকল্লোল
মনে হয় আমি অনন্তকাল থেকে তোমার
এই কান্না শুনছি;
তোমার চোখের জল, তোমার হাতের শিশির, তোমার
মুখের ঘ্রাণ
আমি একাকী আহরণ করেছি;
ক্যালগেরি, বলো কখন আমায়
বাসলে এত ভালো,
তোমার চোখে তোমার মেঘে কোন পূর্বজন্ম
আমার এভাবে চমকাল?