গাছের নিকটে যাও, দেখবে সমস্তকিছু ভুল
এমন গরিমা কিন্তু নিশ্চিতই তোমার সাজে না,
তুমি খুব সাদামাটা তুমি খুব পত্রপুষ্পহীন
গাছের নিকটে যাও, গাছের নিকটে বিদ্যা শেখো।
তোমার কিছুই নেই, গাছের রয়েছে ডালপালা
রয়েছে আলো ও গন্ধ, রয়েছে সবুজ ভরপুর,
গাছের নিকটে গেলে ছায়া পাবে শান্তি কিছু পাবে
তোমার রয়েছে দুঃখ, গাছের রয়েছে সি্নগ্ধ ছায়া,
গাছ দিতে পারে শান্তি, তুমি কিছু তেমন পারো না
বৃষ্টিজলে ভেজে গাছ হয় আরো অধিক প্রাঞ্জল,
গাছের গরিমা নেই, আছে মাটি আছে তার জল
গাছের নিকট যাও, দেখবে শিখেছো সব ভুল।