মন বলে এইখানে একটু জিরিয়ে নিই ক্লান্ত শরীর আরো বহুপথ বাকি
বাকি আরো বহুপথ হাঁটা
নগ্ন পায়ে ফুটেছে সহস্র কাঁটা;
এতো যে হয়েছে হাঁটা, এতো যে হয়েছে পরিমাপ
যদি বলি তার সবটাই ব্যর্থ হয়ে গেছে,
তা হলে কি ফিরে যাবে সেই খেয়াঘাটে, সেই জলস্রোতে
সে রকম হতে পারে ফেলে আসা গ্রাম, বনভূমি
কিন্তু পথের শেষে পৃথিবীর একটি প্রাচীন নদী তবু থেকে যাবে
আমি তো নদীর কাছে বার বার যাই
কোথায় তৃষ্ণার জল
শুধু নীরবতা ভিক্ষা পাই;
মন বলে এইখানে একটু জিরিয়ে নিই আজ
কী হবে বৃথাই হেঁটে
আমি তো নদীর জন্য এনেছি তোমার প্রণাম
নদী নাও সেই প্রণতি প্রার্থনা।