ভালোবাসা বলতে আমি কী বুঝি একটু ব্যাখ্যা
করা দরকার
কেন একটি জীবনভর শুধু ভালোবাসা ভালোবাসা করলাম,
প্রেমে ও নারীতে এত বেশি মুগ্ধ হলাম আমি
তারও নিশ্চয় একটি গূঢ় কারণ আছে;
ভালোবাসার মধ্যে মানুষের জন্ম, নারীগর্ভ থেকে
তার এই মর্ত্যে আসা
নারী তার মাতৃস্নেহ, নারী তার প্রথম মা ডাক,
এই নারী তার মাতৃভাষা, নারী তার এই মাতৃভূমি
নারী ছাড়া তার কোনো দিন পৃথিবী দেখাই হতো না।
নারীর শরীরে জন্ম, নারীর শরীরে বৃদ্ধি
নাভিমূলে নাড়ীর সংযোগ,
মাকে ডেকে তার এই ভালোবাসতে শেখা
নারী তার মাতা, ভোগিনী, পিতৃস্নেহ, এই
নারীই প্রেমিকা,
তার প্রেম, তার দেশপ্রেম, স্নেহ ও বাৎসল্য
সব ফল্গুধারার মতো এই নারী থেকে উৎসারিত;
দেবী তার নারী, নারীই ঈশ্বরী
নারী তার প্রেমের মানবী,
সম্ভবত এ জন্যই ভালোবাসা ভালোবাসা করে
আমি পাগল,
প্রেমে মত্ত, সারাটা জীবন এত
বিষণ্ন, ব্যথিত।