সাধারণ জনগণ

 

বোঝাই ভর্তি স্বাধীনতার বুলি

রাজনীতির দাপট ভীষণ-বেশ

গনতন্ত্র অবরুদ্ধ তাই,আজ

মুক্তি নিরুদ্দেশ

 

ঝুলিতে আরো আছে কতো কী

ক্ষমতার প্রলোভন

ব্যাবহার করে শান্ত রাখবে জানি

রাজনৈতিক বিশেষন

 

আমরা অতি সাধারণ জনগন

প্রেক্ষাপটে বদলাতে জানি না

ভাঙতে পারি না,সেই নীতিকে

চাই,রাখতে তোমাদের অন্ধ

থাকো ভালো হে অবচেতন মন।