আমায় রাজনৈতিক কুকুর বানিয়ে অন্ধ করে দাও
যা বকবে,তাই গাইব,তাই শুনবো ধীরে ধীরে
মানুষ হিসেবে প্রত্যাখ্যান করো,ঠিক আছে
আবেদন কিংবা নিবেদন বিশেষ কিছু নেই
ভ্রুন হয়ে মানব আকৃতি পাওয়া যায় ঠিকই
হৃদপুষ্ট হলেইতো আর মানুষ হই নি
মানুষ হিসেবে প্রত্যাখ্যান করো,ঠিক আছে
আবেদন কিংবা নিবেদন বিশেষ কিছু নেই
অন্ধ কুকুর বানিয়ে দাও বিধাতা
প্রতিজ্ঞা ভঙ্গ করবো না কোনদিন
প্রুভু ভক্ত হয়ে উপোস মরে যাবো
যা বকবে,তাই গাইব,তাই শুনবো ধীরে ধীরে
দেখবো না,কক্ষনো-কিছুই ভালোই হতো