নতুন ধর্ম

 

অনাদি কালের উৎস হতে এমন কথা চলে আসছে
ভালোবেসে ধর্মকে গ্রহন করা ,
না কি ধর্মকে ভালোবেসে
ভালোবাসাকে ত্যাগ করা?
তুমি কি বলো ? কোনটা সত্যি ?

ধর্মের মাঝেই তো ভালোবাসা লুকিয়ে আছে
তবে ত্যাগ আর গ্রহনের মাঝে
এত সংশয় কেন?
পরস্পরের আলিঙ্গনের বন্ধনেই তো
ধর্মের আদান প্রদান
তোমার আজান, আমার শঙ্খধ্বনি
এই দুই আহ্বান – ই তো হৃদয়ে
ভালোবাসা জন্ম নেয় ।

সেই ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য
এ জীবনে না হোক, বারবার নতুন জন্ম নেবো ।
ধর্ম মানে নিষ্ঠুরতা নয়
ধর্মের দোহাই দিয়ে বলছি , শোন …
আগামী কোন এক জন্মে
তোমার আজান , আমার শঙ্খধ্বনি
মিলেমিশে এক হবে ,
এমন দিন আসবেই…
সেই বিশ্বাস নিয়ে অপেক্ষায় রইলাম
দেখা আমাদের হবেই………

 

 

//

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিমি- র আরো পোষ্ট দেখুন

One thought on “নতুন ধর্ম”

Comments are closed.