প্রথম বৃষ্টি

প্রথম  বৃষ্টির  ফোঁটা  আমার  চোখ  ছুঁয়েছিল

দ্বিতীয়  বৃষ্টির  ফোঁটা  আমার  ঠোঁট  ছুঁয়েছিল

আমি  তখন  ছাদে  খোলা  আকাশের নীচে

আকাশ  পানে  তাকিয়েছিলাম

দেখেছিলাম তোমাকে ,

শুধু  তোমাকেই

তুমি  বৃষ্টি  হয়ে  আমায়  ছুঁয়েছিলে

আমি  শিহরিত  হয়েছিলাম

তুমি  অঝোর  ধারায়  প্রেমের বৃষ্টি হয়ে

ঝাঁপিয়ে  এসেছিলে  আমার    শরীরে

আমি  গ্রহন  করেছিলাম  তোমায় ,

ভালবাসারই   সাথে

…… মিমি

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিমি- র আরো পোষ্ট দেখুন

২ টি মন্তব্য

Comments are closed.