প্রথম বৃষ্টির ফোঁটা আমার চোখ ছুঁয়েছিল
দ্বিতীয় বৃষ্টির ফোঁটা আমার ঠোঁট ছুঁয়েছিল
আমি তখন ছাদে খোলা আকাশের নীচে
আকাশ পানে তাকিয়েছিলাম
দেখেছিলাম — তোমাকে ,
শুধু তোমাকেই ।
তুমি বৃষ্টি হয়ে আমায় ছুঁয়েছিলে
আমি শিহরিত হয়েছিলাম
তুমি অঝোর ধারায় প্রেমের বৃষ্টি হয়ে
ঝাঁপিয়ে এসেছিলে আমার ই শরীরে
আমি গ্রহন করেছিলাম তোমায় ,
ভালবাসারই সাথে …
…… মিমি
আজ এই বৃষ্টির কান্না শুনে মনে পড়লো তোমার অশ্রুভঅরা চোখ…। এরকম একটা গান আছে শুনেছেন কি?
না তো , শুনি নি। পাঠান গানটা । শুনব।