নিস্তব্ধতার মাঝে মাঝে
অপরাহ্নের এই যে চোরা বিষণ্ণতা
এতেও এক ধরণের সুখ জড়িয়ে থাকে
তোমার আমার ভাবনার মাঝে
আর কেউ আসতে পারে না ,
সেখানে শুধুই আমরা দুজন
সুখের জাল বুনে যাই ।
এবার সময় এসেছে …
অনেক দূরের পথ পাড়ি দিতে হবে একাকী
কিন্তু ঠিকানা সেই একই
যেখানে দেখা হবে দুজনায় ।
ভালোবাসা হল হৃদয়ের স্পন্দন
তবে তোমার আমার মিলনে
এত প্রতিবন্ধকতা কেন ?
সত্যি যদি চলে যাই …
নিশুতি রাতে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে দেখো,
একটি তারা একা আকাশের গায়ে
আজও আছে তোমার অপেক্ষায়
মহাকাশের অনন্ত সীমায় ।।
valobasar sukh
ভালোবাসার সুখ সব মানুষের কপালে থাকে না ।
আমিও একমত এই কথায় কিন্তু যখন আসে সব দুঃখ ভুলিয়ে দেয় । ধন্যবাদ ।
এখানকার মন্তব্য আমার মেইল অ্যাড্রেস এ চলে যাচ্ছে । আমি সেটা চাইছি না তাই কি করলে জি মেল এ যাবে না জানতে পারলে ভালো হত।
মিতা, অনুগ্রহ করে জানাবেন ।
পড়ে খুব ভাল লাগলো ।