আজ আমি প্রথম এলাম অল্পকথার জগতে । আপনাদের সকলের শুভ কামনা নিয়ে পথ চলতে চাই । সকলকে আমার শুভেচ্ছা ।
৫ টি মন্তব্য
Comments are closed.
আজ আমি প্রথম এলাম অল্পকথার জগতে । আপনাদের সকলের শুভ কামনা নিয়ে পথ চলতে চাই । সকলকে আমার শুভেচ্ছা ।
Comments are closed.
শুরু হোক পথ চলা ,সুস্বাগতম ।
অনেক ধন্যবাদ । মলয় রায় চৌধুরী সম্পর্কে জানলাম আপনার লেখায় । প্রসঙ্গত বলি সন্দীপন চট্টোপাধ্যায় সম্পরকে আমার আত্মীয় । ছোটবেলাটা ওখানে অনেকটাই কেটেছে , বহু বিশিষ্ট মানুষকে দেখেছি ওনার বাড়ীতে । লেখক পরিচিতিতে ওনার নাম দেখলাম না ।
আরও একটা কথা , আমি আবৃত্তি করতে ভালবাসি । নিজের কবিতা ছাড়া অন্য কোন কবির কবিতার আবৃত্তি পোস্ট করতে পারি ? সেখানে কি করতে হবে ? কবির কবিতাটিও কি পোস্ট করতে হবে প্রথমে ? সাহায্যতে এটা লেখা নেই । যদি জানান ভাল হয় ।
অনেক ধন্যবাদ । সন্দীপন চট্টোপাধ্যায় সম্পর্কে আপনিও লিখতে পারেন । লিখার সময় বিভাগের নাম লেখক পরিচিত নির্বাচন করলেই হবে । আপনার আবৃতি শুনেছি ভাল লেগেছে । কবিতা পোষ্ট করার কথা বলেছেন । অবশ্যই কবিতাটিও পোষ্ট করার পর আবৃতিটি আপলোড করুন । একটি সীমাবদ্বতার কথা না বললেই নয় এই সাইটটি সাহিত্য সম্পর্কিত হওয়াতে লেখাটি নিজের হলেই ভাল হয় , আর যাদি অন্য কবি বা লেখকের লেখা পোষ্ট করতে চান তো অসুবিধা নেই আমরা লেখাটি সেই লেখকের সংশ্লিষ্ট পৃষ্টাতে যুক্ত করবো এবং লেখাটি আপনার সৌজন্যে প্রাপ্ত তা উল্লেখ থাকবে । আপনি কবিতা শুনতে ভালবাসেন নিশ্চয় , তাহলে আমাদের সংগীত মেনু তে দেখুন , আপনার পছন্দের কবিতা থাকতেও পারে । শুভ কামনায় ।
ধন্যবাদ মিতা। আমি মনে হয় বোঝাতে পারি নি । আমার লেখা কবিতা ছাড়াও অন্য কবির কবিতা কি আমি আবৃত্তি করে পোস্ট করতে পারি ?
ভাল থাকবেন ।
পারেন তবে কবিতাটিও সাথে পোষ্ট করুন ।