কোলেসটেরলে তুই কবে থেকে লুকিয়ে রয়েছিস অবন্তিকা
রাত দু’টোয় জেগে উঠে কড়া নাড়িস বুকে
ট্রাইগ্লিসারাইডে তুই কবে থেকে ওড়নায় মুখ ঢেকে অবন্তিকা
ছ’তলায় উঠতে দিসনা সিঁড়ি বেয়ে
প্রস্টেট গ্ল্যান্ডে তুই কবে থেকে চেপে বসে গেলি অবন্তিকা
বার-বার ঘুম ভাঙিয়ে ডাক দিয়ে চলে যাস রাতে
ইউসেনোফিলিসে তুই কবে চলে এলি অবন্তিকা
কাশির দমকে তুই যখন তখন টোকা দিস
ইউরিক অ্যাসিডে তুই কবে থেকে নিজেকে চোবালি অবন্তিকা
হাঁটলে হাড়ের ভাঁজে কাঁথাস্টিচ করতে থাকিস
পায়ের ভ্যারিকোজ শিরাগুলো আঁকড়ে থাকিস কেন অবন্তিকা
শুলে হৃদয়ের দিকে রক্তকে রুকে দিয়ে মিচকে হাসিস
রক্তকে মিষ্টি করে তুলেছিস কেন অবন্তিকা
এবেলা-ওবেলা ছুঁচ উরুতে ফোটাই…