মেরু বিপর্যয়

অবন্তিকা, হিপি বিদেশিনী, স্লিপিং ব্যাগেতে তোর

চুপচাপ ঢুকে যেতে দিয়েছিলি শুনে আমি কবি,

টাইম পত্রিকা ফোটো ছাপিয়েছে , বিটনিকরাও

লিখেছে আমার কথা বড়ো করে তাদের কাগজে–

হ্যাশ টেনে ভোম মেরে দু-ঠ্যাং ছড়িয়ে সে-প্রণয়

গিঁথে আছে চেতনায় কবিতা ভাঙিয়ে তোর শ্বাস

না-মাজা দাঁতের ভাপ সোনালি শুকনো চুল ধরে

বুকে  ময়লাটে তাপে মুখ গুঁজে কবিত্ব করেছি–

বলেছিলি, ‘কবিতা তো জিভের ডগায় বাস করে

তোমার ভাষায় লেখো জিভ দিয়ে রহস্য-গহ্বরে ‘।

 

আমার পৃথিবী উল্টে দিয়েছিস সেই রাত থেকে

পা ওপরে মাথা নিচে এ আমার সৃজন জগত–

হিপি বিদেশিনী তোর গন্ধ ভুলে গেছি ; তোর নাম

টিকে আছে অবন্তিকা হয়ে আরো নারীদের সাথে।