বাঃ বেশ ! আচমকা ঢুকে এলি ডেস্কটপে, ইমেলের সঙ্গে তোর ফোটো
বহুরূপী আদুল-গা, কুচকুচে হাসিমুখে ডাকছিস কালো সঙ্গমে
দেখছি গোগ্রাসে তোকে বদল্যারের জান্তব ভেনাস
ভুলভাল ইংরেজি তলপেটে “আই লাভ ইউ” লিখে
কৃষ্ণকলি হুকার ললনা তোর ফাঁদপাতা প্রেম-নিবেদন
নরম উপাস্য উরু জাদুটোনা-করা নখে রঙ না রক্ত রে,
কোন দেশ থেকে এলি মুখপুড়ি কেনিয়া উগান্ডা জাম্বিয়া
বুরকিনা ফাসো কংগো ক্যামেরুন সুদান নিঝের ?
মুম্বাই এসে ঘাঁটি গেড়েছিস নাইজেওয়াডিতে দল বেঁধে ?
কী করে জানলি হ্যাঁরে আফ্রিকার নারীসঙ্গ পাইনি কখনো !
বেশ তোর হাইপাররিয়্যাল যৌন আবেদন ল্যাপটপ-আলো
বিশদ জানিস তা ; আসতে চাস আলিঙ্গনে তাই । কত টাকা
নাকি ডলারের বিনিময়ে পাওয়া যাবে ওই অভিজ্ঞতা
লিখিসনি তো ; কেবল দেখা করতে বলেছিস মীরা রোডে
জংশনের মোড়ে : ডিজিটাল রূপ ছেড়ে নামবি শহরে ।