মেশোমশায় পর্ব

যুধিষ্ঠির

আববে পাণ্ডবের বাচ্চা যুধিষ্ঠির

বহুতল বাড়ি থেকে নেবে আয় গলির মোড়েতে

নিয়ায় ল্যাংবোট কৃষ্ণ ভীম বা নকুল কে কে আছে

পেটো হকিস্টিক ক্ষুর সোডার বোতল ছুরি সাইকেল চেন

বলেদে দ্রৌপদীকে আলসে থেকে ঝুঁকে দেখেনিক

আমার সঙ্গে আজ কেউ নেই কিছু নেই

ধৃষ্টদ্যুম্ন দুর্যোধন নেই

তোদেরই অঙ্গুলিহেলনে কেটে তর্জনীও দিয়েছি শৈশবে

দাঁড়াচ্ছি পা-ফাঁক করে দন্তস্ফূট হয়ে যাবে জয়ধ্বনি তোর

সিঁড়িতে শেকলবাঁধা মহাপ্রস্হানের কুত্তা লেলিয়েও দ্যাখ

ন্যাটা হাতে যুঝে যাব জমিন ছাড়ব না

লুমপেন বলে তোরা ঘিরে ধরবি

আরেকবার ছিটকে পড়ব ফুটপাতে মুখে গ্যাঁজলা নিয়ে

ছুটন্ত খচ্চরবাচ্চা পিঠের ওপরে খুর দেগে যাবে

নাভিতে ব্লেডের কুচি দিয়ে তোরা খোঁচা দিবি

পায়ুমুখে জ্বলন্ত সিগারেট

পাঁজরে আছড়ে পড়বে কম্বলে মোড়া সোঁটা

 

দেখে নিস তোরা

মাটিতে গোড়ালি ঠুকে পৃথিবীর চারিধারে জ্যোতির্বলয় গড়ে যাব ।