সালিশি-সভার শেষে তাড়া করে পিটিয়ে মেরেছে যারা, তারা
তোকেও রেয়াত করল না অবন্তিকা । আমরা দু’জনে পচে
চলেছি হুগলি ঘোলা জলে ভেসে ; কী দোষ বলতো আমাদের ?
বউ তুই বৈভবশালীর ; আমি গোপন প্রেমিক ছোটোলোক ।
সাম্যবাদ নিয়ে কত কথা চালাচালি হল তিরিশ বছরে ;
প্রেমিকের জন্য নয় । কে জানে কাদের জ্ঞানে লেগেছে কেতাব—
প্রেমে পচে গলে হারিয়ে যাওয়া ছাড়া যা থাকে তা অর্থহীন
সংসারের ঘানি টেনে কলুর বলদে মেটামরফোজ প্রাণী,
পার্টির ফেকলু কর্মী। ভালো এই লাশ হয়ে সমুদ্র-ফেনার
বিশাল ঢেউয়ে চেপে আঁশটে-আলোর পথে মৃত-জড়াজড়ি…