এই বেশ ভালো হল অ্যামি, বিন্দাস জীবন ফেঁদে তাকে
গানে নাচে মাদকের জুয়ার পূণ্যে অ্যামি, কী বলব বল,
অ্যামি ওয়াইনহাউস, অ্যামি, আমি তো ছিলুম তোর
জানালার কাচ ভেঙে ‘ল্যাম্ব অফ গড’-এর দামামায়
বাজপড়া গিটারের ছেনাল আলোয় চকাচৌঁধ ভাম,
অ্যামি, আমি তো ছিলুম, তুই দেখলি না, হের্শেল টমাসের
শিয়রে বিষের শিশি মাধুকরী লেপের নিঃশ্বাসে, অ্যামি,
স্তনের গোলাপি উল্কি প্রজাপতি হয়ে কাঁপছি, দেখছিস,
লাল রঙে, অ্যামি, অ্যামি ওয়াইনহাউস, মুখপুড়ি
হ্যাশের ঝাপসা নদী কোকেনে দোলানো কোমর, চোখ
ধ্যাবড়া কাজলে ঘোলা ঠিক যেন বাবার রিটাচ করা
খুকিদের নকল গোলাপি ঠোঁট বয়ামে ভাসাচ্ছে হাসি
সাদা-কালো, হ্যাঁ, সাদা-কালো, ‘ব্যাক টু ব্ল্যাক’ গাইছিস
বিবিসির ভিড়েল মাচানে কিংবা রকবাজ ঘেমো হুল্লোড়ে
আরো সব কে কী যেন ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি ভুলে
ওহ হ্যাঁ, মনে পড়ল, ক্রিস্টেন পাফ…জনি ম্যাককুলোস…
রাজকমল চৌধুরী…ফালগুনি রায়…অ্যান্ড্রু উড…
সেক্স পিস্টলের সিড ভিশাস…ডার্বি গ্রেস… অ্যান্টন মেইডেন…
শামশের আনোয়ার…সমীর বসু…কে সি কালভার…
হেরোইন ওভারডোজ, ছ্যাঃ, ওভারডোজ কাকে বলে , অ্যামি
ওয়াইনহাউস, বল তুই, কী ভাবে জানবে কেউ নিজেকে
পাবার জন্যে নিজের সঙ্গে নিজে প্রেমে পড়বার জন্যে..
য়ুকিকো ওকাকার গাইতে-গাইতে ছাদ থেকে শীতেল হাওয়ায়
দুহাত মেলে ঝাঁপ দেয়া, কিংবা বেহালা হাতে সিলিঙের হুক থেকে
ঝুলে পড়া আয়ান কার্টিস, কত নাম কত স্মৃতি কিন্তু কারোর
মুখ মনে করা বেশ মুশকিল, তোর মুখও ভুলে যাব
দিনকতক পর, ভুলে গেছি প্রথম প্রেমিকার কচি নাভির সুগন্ধ,
শেষ নারীটির চিঠি, আত্মহত্যার হুমকি-ঠাসা, হ্যাঁ, রিয়্যালি,
কী জানিস, তাও তো টয়লেটের অ্যাসিডে ঝলসানো হার্ট
নরম-গরম লাশ, হাঃ, স্বর্গ-নরক নয়, ঘাসেতে মিনিট পনেরো
যিশুর হোলি গ্রেইল তুলে ধরে থ্রি চিয়ার্স বন্ধুরা-শত্রুরা,
ডারলিং, দেখা হবে অন্ধকার ক্ষণে, উদাসীন খোলা মাই,
দু’ঠ্যাং ছড়িয়ে, এ কোন অজানা মাংস ! অজানারা ছাড়া
আর কিছু জানবার জানাবার বাকি নেই অ্যামি, সি ইউ…
সি ইউ…সি ইউ…সি ইউ…সি ইউ…মিস ইউ অল…
One thought on “মর মুখপুড়ি”
Comments are closed.
অসাধারণ কবিতা। এই কবিতাটি পূর্বে পড়েছি। বারবার পড়লে এই কবিতাটির মর্মোদ্ধার নানারূপে ঘটে। কখনও মনে হয় এটি এলেজি আবার কখনও মনে হয় না, এটি একটি প্রেমের কবিতা, যে প্রেমকে ব্যাখ্যা করা যায় না।
কবিকে অভিনন্দন।