যদি মুক্তিযোদ্ধারা স্টেনগান দিয়া
ফাটুস, ফুটস করিয়া থাকে তাহা হইলে
আমাকে খবর দিস
আমি আছি আমি ক্যাম্পে
রিফুজি সীমার
আমার মাতাল প্রিয় রোকোনালীকে কহিলেন
গতরাত্রে শুনিলাম
সপ্তম নৌবহর কয়েক ঘন্টার মধ্যে পৌঁছাবে।
হঠাত্ শুনিতে পাইলাম জয় বাংলার ধ্বনি
হঠাত্ দেখিতে পাইলাম রক্তাক্ত প্রান্তর
চারিদিকে ছড়ানো ছিটানো
অসীম নিষাদ।
পরক্ষণেই দেখিলাম।
রোকোনালী মামা—রিফুজি সীমার
কেউ নেই। আশেপাশে।