তিনি যেদিকে লইয়া যাইবে আমাকে
সেই দিকেই যাইবো।
ভাবিয়াছিলাম দিন আমার এমনি করিয়া হয়তো
কাটিয়া যাইবে
অথচ, তাহার সহিত না গিয়া যদি
অগ্নিকুন্ডে
ঝাঁপ দিতাম তাহা হইলে পাইতাম
নিষ্কৃতি, নিস্তার।
তবুও গিয়াছিলাম তাহার সহিত।
পথিমধ্যে এক খঞ্জের সহিত সাক্ষাৎ
তিনি একতারা না বাজাইয়া, আমাকে
অবলোকন করিলেন দুই, এক, মিনিট
বলিলেন,
দিন সমান যায় না আঁকাবাঁকা হইবেই।
যিনি আমাকে লইয়া যাইতেছিলেন
পথিমধ্যে তিনি ত্যাগ করিলেন,
মাত্র দুইটি শব্দ
মিথ্যুক কবিকে বিশ্বাস করিব না কোনদিন।