তিনি লোভী নন জানতাম আমি।
তবু, তাকে কিনে দিতে হলো
হীরার আংটি, কানপাশা একজোড়া।
সামান্য চাকরি করি বিমানবন্দরে
যা কিছু পাই তাই দিয়ে চলে যায় দিনমান।
সব কথা বললাম তাকে,
মৃদু হেসে তাকালেন আমার দিকে।
ভাসালেন নিজেকে চোখের জলে
আমি বোধহীন মানুষের মতো
তার দিকে চাইবার আগে
শুনি অবাক বারতা,
খুব একা থাকি বিদেশ বিভুইয়ে।