প্রিয় রোকোনালী

স্ত্রীকে না বলিলে গুরুদ- হইবে
ভাবিয়াই তাহাকে খুলিয়া বলিলাম,

রোকোনালী
আমার প্রিয় ।

স্ত্রী আমাকে নিশ্চুপ থাকিতে বলিয়া
জানালা খুলিয়া দেখাইলেন, এবং
বলিলেন,

কার্জন হলের মাথার উপর চন্দ্র উঠিয়াছে,
এবং কালো গাউন পরিহিত কিছু লোক
এই দিকেই আসিতেছেন।

তাকাইয়া দেখি,
আমার প্রিয় মাতুল রোকোনালীও
সঙ্গে আছেন তাহাদের।

সকলেই আমার গৃহে প্রবেশ মাত্রই জানাইলেন,

হালিম মিয়া, দাসের আলী সহ
যাহাদের বিরুদ্ধে নৌকার মাঝি মাল্লারা
মিথ্যা অভিযোগ আনিয়াছেন তাহা
সর্বৈব মিথ্যা,
আমরা তাহা মিথা বলিয়া প্রমাণ
করিতে পারিব বলিয়াই
আমাদের বিশ্বাস।

আমাদের মক্কেলের ফুলের চাইতেও পবিত্র,

মুক্তিযুদ্ধের সময় তাহারা অগি্নসংযোগ, খুন,
ধর্ষণ, এমনকি কোনো মালাউনকেই
ধর্মান্তরিত করেন নাই। অথচ, …

শুনিবা মাত্র প্রিয় মাতুলকে আশ্বাস দিলাম,
এবং একই সঙ্গে কালো গাউনদের বলিলাম,
ভয় নাই,
আমরা কয় ভাই আছি আপনাদের সঙ্গে।

আমার গৃহ হইতে মাতুল সহ,
গাউনগুলি যখন ফিরিয়া যাইতেছিলেন
তখন দেখিতে পাইলাম,

কালো গাউনগুলির পেছনে ছোপ ছোপ রক্ত।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মাকিদ হায়দার- র আরো পোষ্ট দেখুন